/anm-bengali/media/media_files/2025/02/14/ckEdQqjBcxemAQyuJaSD.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা : প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আজ হাই কোর্টে শর্ত সাপেক্ষে জামিন পেলেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জি। এর আগেই এই একটি মামলা ছাড়া বাকি সবগুলোতেই জামিন পেয়েছিলেন তিনি। আজকের পর সমস্ত মামলাতেই জামিন পেয়ে গেলেন তিনি। তবে এই জামিন পাওয়ার অর্থ এই নয় যে এখনই জেলমুক্ত ঘটছে পার্থর। তিনি জেলমুক্ত পাবেন কি না, তা এখন পুরোপুরি নিম্ন আদালতের হাতে। সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শুনানি শেষ হলে রায়দান স্থগিত রাখেন বিচারপতি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/25/w5kl6gntruN6s0OHuiqS.jpg)
শুক্রবার পার্থর জামিনের আবেদন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্র ঘোষ। তবে সেটা শর্তসাপেক্ষে। গত ১৮ই আগস্টের রায়দানে শীর্ষ আদালত জানিয়েছিল যে ১ মাসের মধ্যে চার্জ গঠন করে ২ মাসের মধ্যে সাক্ষ্যগ্রহণ করতে হবে। ৮ সাক্ষীর মধ্যে ৩ জনের সাক্ষ্যগ্রহণ হলেও ৫ জনের সাক্ষ্যগ্রহণ বাকি আছে। তাদের সাক্ষ্যগ্রহন হলেই জেলমুক্ত হবে পার্থর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us