New Update
/anm-bengali/media/media_files/U00LVu0iN1mglpDLKe76.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: যত সময় গড়াচ্ছে, ততোই যেন সন্দীপ ঘোষ ও তাঁর ঘনিষ্ঠদের কীর্তি-কাহিনী প্রকাশ্যে আসছে। হাসপাতাল গুলিতে আলাদায় রাজ চালাতেন সন্দীপ ঘোষ, অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাসরা। থ্রেট কালচারের মাথা বললেও ভুল বলা হবে না এদেরকে।
/anm-bengali/media/media_files/dBzys6J2NDKdf74ZjTUz.jpg)
সম্প্রতি এমনই বেশ কিছু তথ্য হাতে পেয়েছে স্বাস্থ্য দফতরের চার সদস্যের কমিটি। যা জানা যাচ্ছে, বর্ধমান মেডিক্যাল কলেজের প্রশাসনিক ভবনের উপরের তলায় কলেজের গেস্ট হাউস। সেখানে তিন-চারটি ঘর পাকাপাকি ভাবে কব্জায় ছিল, আরজি কর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ অভীক দে ও তাঁর সাঙ্গপাঙ্গদের।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us