নিজস্ব সংবাদদাতা: মহেশতলায় দুই গোষ্ঠীর বিবাদকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড ঘটে গেল। পাশেই ছিল রবীন্দ্রনগর থানা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তাদের উপরেও করা হয় হামলা। ক্রমাগত ইটের আঘাতে আক্রান্ত হয় এক পুলিশকর্মী। এক মহিলা কনস্টেবলও আহত হয়েছেন। একের পর এক পুলিশের গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। "পাগলের মতো ইট ছুঁড়ছে। মরণ-বাঁচন অবস্থা", দাবি করলেন এক পুলিশকর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ কাঁদানে গ্যাস প্রয়োগ করে। তবে লাভ হয়নি বলে জানা গেছে।
/anm-bengali/media/post_attachments/v2/comp/kolkata/n3/033pxx33.xx33.181127203241.i8n3/catalogue/rabindranagar-police-station-rabindra-nagar-kolkata-police-stations-qIj5oSPg8I-460901.jpg)