/anm-bengali/media/media_files/sXlfwYQhUn2tHqrvmhG2.jpg)
নিজস্ব সংবাদদাতা: আজ মেদিনীপুরে সেখানকার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে রোড শো করেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সেই মিছিলে পুলিশের সামনে হয় ইটবৃষ্টি, বোতল ছোড়াছুড়ি। তৃণমূলের বিরুদ্ধে ওঠে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের সমর্থকদের সঙ্গে রীতিমত ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের।
/anm-bengali/media/media_files/GOYpXvEmfypNp2HF8j6g.jpg)
শনিবার ২৫ শে মে ষষ্ঠ দফার নির্বাচন রয়েছে মেদিনীপুর লোকসভায়। তার আগে মঙ্গলবার বেলা ১২ টা নাগাদ মেদিনীপুরে রোড শো করতে আসেন মিঠুন চক্রবর্তী। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে মেদিনীপুর কালেক্টরেট থেকে কেরানিতলা হয়ে কলেজ মাঠে গিয়ে শেষ হয় রোড শো। কেরানিতলা ঢোকার আগে হঠাৎই ১০-১২ জন তৃণমূল সমর্থক মিঠুন চক্রবর্তীর রোড শো-কে লক্ষ্য করে জলের বোতল, ইট পাটকেল ছুড়তে থাকে বলে অভিযোগ। পরে বিজেপি কর্মীরাও তাড়া করে আসলে কিছুক্ষণ পর পিছু হটতে বাধ্য হয় বিক্ষোভকারীরা। আবার কেরানিতলা থেকে শুরু হয় রোড শো। মিঠুন চক্রবর্তী অভিনীত ডিজে গানে নাচ করতে দেখা যায় বিজেপি কর্মী-সমর্থকদের।
/anm-bengali/media/media_files/jTISg5DL2E9mLCNOwPFy.jpeg)
/anm-bengali/media/post_attachments/c5cef8137633fec1370f85375be0c8c9d9c0ff407095313cd9c621dd2b3788a3.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us