New Update
/anm-bengali/media/media_files/EQurGiGar5Arv3nL9LJn.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ ফের দাম বৃদ্ধির ফলে কলকাতায় নতুন দাম হচ্ছে ১৯০৮ টাকা। নয়া দাম কার্যকরী হচ্ছে ১ ডিসেম্বর থেকে। তবে ১৪.২ কেজির গ্যাসের দাম থাকছে ৯২৯ টাকা।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
অক্টোবরের শুরু থেকে বেড়েছিল রান্নার গ্যাসের দাম। এবার বাড়ছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। তবে বিগত কয়েক সপ্তাহে বেশ কয়েক দফায় ওঠানামে করেছে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম। সেপ্টেম্বর এবং অক্টোবরের শুরুতে দু’বার বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল। এরইমধ্যে দীপাবলির সপ্তাহ দুয়েক আগেই বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় ১০১ টাকা বাড়তে দেখা গিয়েছিল। কিন্তু, গত ১৬ নভেম্বর সেই দাম ৫৭.৫০ টাকা কমে যায়। ফলে কলকাতায় নতুন দাম হয় ১৮৮৫.৫০ টাকা। তাই এবার ২২ টাকা ৫০ পয়সা বেড়ে গেল।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us