৫০০ বছর পর দীপাবলিতে দারুণ ফল! লক্ষ্মীর কৃপা উপচে পড়বে ৬ রাশির ওপর

৫০০ বছর পর এই ৬ রাশির জাতক-জাতিকাদের ভাগ্য খুলতে চলেছে। লক্ষ্মীর কৃপা হবে তাদের উপর। আর আছে আরো ভালো খবর। কোন কোন রাশির জন্য সুখবর আসছে? ক্লিক করে জেনে নিন এখানে।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
ASTROLOGY 1

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: দীপাবলি হিন্দুদের মহান উত্‍সব যা আলোর উত্‍সব নাম পরিচিত। এ বছরের দীপাবলি অত্যন্ত বিশেষ হওয়ার কারণ হল ৫০০ বছর পর এই তিথিতে একাধিক দিব্য সংযোগ দেখা দিচ্ছে। এই সংযোগগুলির প্রভাবে ৬ রাশির জাতকদের জীবনে আসবে উন্নতি ও সমৃদ্ধিতে। জ্যোতিষ গণনা অনুযায়ী শনি নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভে অবস্থান করবে ও শশ নামক রাজযোগ তৈরি করবে। এই রাজযোগগুলির প্রভাবে ৬ রাশির জাতকদের জীবনে আর্থিক উন্নতি, চাকরি বা ব্যবসায় সাফল্য, সরকারি ক্ষেত্রে পদোন্নতি,আইনি মামলায় জয়, বিদেশ যাত্রার সুযোগ ও নতুন দায়িত্ব লাভ আসবে। 

মেষ রাশি:

দীপাবলির পর থেকে মেষ রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি খুব ভালো হবে। এ সময়ে আয় দ্বিগুণ হয়ে যাবে। বিদেশ যাত্রার সুযোগ আসছে। দীর্ঘ প্রচেষ্টার পর কাঙ্খিত চুক্তি পেয়ে যাবেন। স্বাস্থ্য ভালো থাকবে। একাধিক কাজ হয়ে যাবে অনায়াসে। পুরনো বন্ধুদের কাছ থেকে লাভ অর্জন করবেন।

মিথুন রাশি:

মিথুন রাশির জাতকদের ভালো সময় শুরু হবে এবার। আর্থিক অবস্থা ভালো হবে। আয়ের অন্যান্য উত্‍স পেয়ে যাবেন। ২০২৪ সালে চাকরির একাধিক সুযোগ আসবে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন নিজের জন্য। যে কাজ করবেন, তাতেই সাফল্য আসবে।

কন্যা রাশি:

কন্যা রাশির জাতকদের কাজ ও ব্যবসার দিক দিয়ে ভালো লাভ হবে। পুরনো লগ্নির দ্বারা লাভ পেতে পারেন। আইন-আদালতের মামলায় জয়ী হয়ে যেতে পারেন আপনি। আটকে থাকা টাকা এবার পেয়ে যেতে পারেন। চাকরিজীবী জাতকরা নতুন দায়িত্ব পাবেন এবার।

তুলা রাশি:

সরকারি ক্ষেত্রে লাভ হতে পারে। সরকারি কাজ তাড়াতাড়ি সম্পন্ন করতে পারবেন। সরকারি ক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে। মান-সম্মান বৃদ্ধি পাবে।

মকর রাশি:

চাকরিজীবী জাতকরা নতুন চাকরি পেয়ে যেতে পারেন এবার। ব্যবসায় ভালো উন্নতি হবে। নতুন বিনিয়োগের সুযোগ আসছে আপনার জন্য।

বৃশ্চিক রাশি:

দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন এবার। বিবাহিত জীবনে সুখ-সমৃদ্ধি দেখা দেবে। সন্তান লাভের সম্ভাবনা রয়েছে।

hiring.jpg