/anm-bengali/media/media_files/2024/11/04/1000095334.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আরজি কর নিয়ে ফের সরব হয়েছেন কুণাল ঘোষ।
/anm-bengali/media/media_files/2024/11/04/1000095332.jpg)
ট্যুইট করে তিনি বলেছেন, "RGKar. 'রক্তমাখা' গ্লাভস নিয়ে হইচই। ব্রেকিং। আতঙ্ক ও আক্রমণে প্ররোচনা। পরে জানা গেল ওটা রক্তই নয়। আজ জানা গেল, ওই গ্লাভসগুলো হাসপাতালের অর্ডার দেওয়া গ্লাভসই নয়। নম্বর মিলছে না। তদন্তের নির্দেশ হয়েছে। যদি এই তথ্য ঠিক হয়, তাহলে নিশ্চিত, আতঙ্ক ছড়াতে, মিথ্যা অভিযোগ করতে এগুলো নিয়ে কেউ হাসপাতালে এসেছিল। তাহলে এটা অন্তর্ঘাতমূলক চক্রান্ত। যারা এগুলো নিয়ে মিডিয়াতে বয়ানবাজি করেছিল, তাদের হেফাজতে নিয়ে জেরা করা হোক। তারা বলুক, কারা দিল, কারা শেখালো, ষড়যন্ত্রে কারা"।
RGKar. 'রক্তমাখা' গ্লাভস নিয়ে হইচই। ব্রেকিং। আতঙ্ক ও আক্রমণে প্ররোচনা।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 6, 2024
পরে জানা গেল ওটা রক্তই নয়।
আজ জানা গেল, ওই গ্লাভসগুলো হাসপাতালের অর্ডার দেওয়া গ্লাভসই নয়। নম্বর মিলছে না। তদন্তের নির্দেশ হয়েছে।
যদি এই তথ্য ঠিক হয়, তাহলে নিশ্চিত, আতঙ্ক ছড়াতে, মিথ্যা অভিযোগ করতে এগুলো…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us