/anm-bengali/media/media_files/2025/02/06/0WZGR2xePtqadt56tTAl.jpg)
নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৮ম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের সমাপ্তি ভাষণে বলেন, উত্তর ২৪ পরগনার অশোকনগরে ওএনজিসি কর্তৃক তেল অনুসন্ধান প্রকল্পটি রাজ্যের পেট্রোকেমিক্যাল এবং পেট্রোলিয়াম খাতকে নতুন মাত্রা দেবে। তিনি উল্লেখ করেন, এই প্রকল্পটি শুধুমাত্র শিল্প বিকাশের নতুন দিশা দেখাবে না, বরং রাজ্যের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। মুখ্যমন্ত্রী জানান, এই উদ্যোগটি কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে এবং রাজ্যের শিল্প সক্ষমতা আরও শক্তিশালী করবে। পশ্চিমবঙ্গ সরকার নতুন এই বিনিয়োগ উদ্যোগের মাধ্যমে রাজ্যকে আন্তর্জাতিক ব্যবসায়িক মঞ্চে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে চায়, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
The oil exploration project at Ashoknagar in North 24 Parganas by ONGC will significantly boost the petrochemical and petroleum sectors, creating new avenues for industrial growth. This initiative is set to enhance employment opportunities, further strengthening the State’s… pic.twitter.com/KPa8w5cugf
— Bengal Global Summit (@BengalSummit) February 6, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us