যত কাণ্ড নন্দীগ্রামে! ফের দায়ের মামলা

শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে ঝামেলা! ফের নতুন মামলা দায়ের হাইকোর্টে। বোর্ড গঠনে বাধা দেওয়ার অভিযোগ। নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শুনানি হতে পারে কাল।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
nm bv

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : বিধানসভা নির্বাচন থেকে নন্দীগ্রাম নিয়ে যে দড়ি টানাটানি শুরু হয়েছিল শাসক ও বিরোধীদের তা অব্যাহত। যত কাণ্ড নন্দীগ্রামে। ফের দায়ের নতুন মামলা। এবারে আদালতের দ্বারস্থ হয়েছেন নন্দীগ্রামের এক পঞ্চায়েতের জয়ী বিজেপির প্রার্থীরা। বোর্ড গঠনে বাধা দেওয়ার অভিযোগ।  বুধবার বিচারপতি জয় সেনগুপ্ত  মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল যে এই মামলাতেও নাম জড়িয়েছে তৃণমূল তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায় এক জনসভা থেকে বলেছেন, নন্দীগ্রামে জয়ী বিজেপি প্রার্থীদের জন্য এলাকায় অশান্তি হচ্ছে। এরপর থেকেই পুলিশ অতি সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ।  প্রসঙ্গত, নন্দীগ্রামে ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৯টিতে জয়ী হয়েছে বিজেপি।মামলাকারীদের দাবি, নন্দীগ্রামে জয়ী বিজেপি প্রার্থীদের পুরনো মামলায় ডেকে হেনস্থা করছে পুলিশ।