New Update
/anm-bengali/media/media_files/V12IhVmT2XlTZFwypDQy.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সনাতন দিন্দার পর শিল্পী প্রদোষ পাল। আরজি কর ঘটনার প্রতিবাদে এবার আরও এক শিল্পী দেখালেন প্রতিবাদ। চারুকলা পর্ষদের সদস্য পদ ছাড়লেন আরও এক শিল্পী। পর্ষদের সভাপতি যোগেন চৌধুরীকে চিঠি দিয়ে সদস্য পদ ছাড়ার কথা জানান তিনি।
শিল্পী এদিন জানিয়েছেন, ‘সবার মতো আমারও মন ভালো নেই। চারুকলার সদস্য থেকে সহযোগীতা পেয়েছি, কাজের সুযোগ পেয়েছি সত্যি কথা। কিন্তু বর্তমান সরকারের যা ভূমিকা দেখছি, বিশেষ করে আরজি করের ঘটনা নিয়ে, তাতে সরকারের অংশ হিসেবে আমি নিজেকে এই পর্ষদের সদস্য রাখতে চাই না। আমার নিজের বিবেকের কাছে বারবার প্রশ্ন আসছে। আমি আজকেই দিয়ে এলাম সেই চিঠি’।
/anm-bengali/media/media_files/ZOwBOdQuvvMEvqxBPz4a.jpeg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us