সেনা-রাজ্য পুলিশ সংঘাত ফের চরমে, এবার সেনার গাড়ি থামালো কলকাতা পুলিশ

ওই ট্রাক বিপজ্জনকভাবে চলছিল এবং সিগন্যাল অমান্য করেছিল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-09-02 at 13.10.11

File Picture

নিজস্ব সংবাদদাতা: ফোর্ট উইলিয়াম থেকে মেয়ো রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ সরানোর ঘটনাই যখন আলোচনায়, ঠিক তার পরেরদিনই তৈরি হল নতুন বিতর্ক। সোমবার রাইটার্স বিল্ডিংয়ের সামনে সেনার একটি ট্রাক আটকায় কলকাতা পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ওই ট্রাক বিপজ্জনকভাবে চলছিল এবং সিগন্যাল অমান্য করেছিল। অভিযোগ, সেই সময় কলকাতার নগরপাল মনোজ ভার্মার কনভয়ও ওই পথে যাচ্ছিল। ফলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রাফিক কন্ট্রোলাররা ট্রাকটি আটকে হেয়ার স্ট্রিট থানায় খবর দেন।

তবে সেনার পক্ষ থেকে এই অভিযোগ একেবারেই নস্যাৎ করা হয়েছে। ট্রাকে থাকা এক জওয়ানের দাবি, “আমরা জানতাম না যে সিপির গাড়ি পিছনে রয়েছে। ট্রাক ধীর গতিতেই চলছিল। এখানে বিভাজন স্পষ্ট বোঝা যাচ্ছিল না। রেড লাইট থাকলেও আমরা অন্যদিকে যাচ্ছিলাম”।

সূত্রের খবর, সমস্যা মেটাতে ফোর্ট উইলিয়ামের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং ইস্টার্ন কমান্ডারের এক আধিকারিক ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন। শেষ মুহুর্তে পাওয়া খবর অনুযায়ী, হেয়ার স্ট্রিট থানার সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি মেটানোর চেষ্টা করা হচ্ছে।