তৃণমূলের মঞ্চ কেন ভাঙা হল? মুখ্যমন্ত্রীর রাগের পর সাফ জানালো সেনা

কলকাতা পুলিশকে জানিয়ে মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
541369986_1324222419073481_4151871738607851767_n

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভেঙে দেওয়া হল তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ। সোমবার দুপুরে মঞ্চ ভাঙার খবর পৌঁছতেই ঘটনাস্থলে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাসকদলের অভিযোগ, তাদের কিছু না জানিয়েই সেনাবাহিনীর সদস্যরা আচমকা মঞ্চ ভেঙে দিয়েছে।

অবশ্য এক্ষেত্রে সেনার দাবি সম্পূর্ণ আলাদা। সেনার তরফে সোমবারই এক বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ময়দানে দু’দিনের জন্যই অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে প্রায় এক মাস ধরে মঞ্চ রেখে দেওয়া হয়। একাধিকবার সতর্ক করার পরেও কাজ হয়নি। তাই কলকাতা পুলিশকে জানিয়ে মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে।

Mamata

যদিও এই ঘটনার পরই স্বমহিমায় ধরা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, মেয়ো রোড থেকে সরিয়ে রানি রাসমণি রোডেই নতুন করে আন্দোলনের মঞ্চ গড়ে তোলা হবে।