Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/3nHk5VowX3yQKLDssM4F.webp)
নিজস্ব সংবাদদাতা: গতকাল গভীর রাতে জগদ্দলে বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে গুলি চলে বলে অভিযোগ। এরপর অর্জুন সিংকে নোটিশ পাঠিয়ে দেয় পুলিশ। আজ সকাল ১০টার মধ্যে জগদ্দল থানায় হাজিরা হওয়ার নির্দেশ দেওয়া হয় তাকে। তবে আজ থানায় হাজিরা দিলেন না প্রাক্তন বিজেপি সাংসদ। মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা, দাবি এই বিজেপি নেতা। জানালেন যে সময় চেয়েছেন তবে আজ যাওয়া সম্ভব নয় তার পক্ষে। আইনজীবী মারফত পুলিশকে সেই তথ্য দিয়েছেন তিনি।
/anm-bengali/media/media_files/M1xQgRgqgtjVm8KtMMqw.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us