নিয়োগ দুর্নীতির মিডলম্যান, কলকাতার বুকে সম্পত্তি কত জানেন?

ইডির দেওয়া চার্জশিটে নাম রয়েছে প্রসন্ন রায়ের।

New Update
Prasanna-5.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: তিনি শিক্ষা নিয়োগ দুর্নীতির মিডলম্যান। তাঁর হাত দিয়েই পাশ হয়েছে একাধিক নিয়োগ প্রক্রিয়া। ২০২২ সালে এই মামলাতেই গ্রেফতার করা হয়েছিল মিডলম্যান প্রসন্ন রায়কে। তাঁকে গ্রেফতার করার পরই এক এক করে নিয়োগ দুর্নীতির জট খুলতে সক্ষম হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাতে উঠে আসে একাধিক চোখ ধাঁধিয়ে দেওয়া তথ্য। সেই প্রসন্ন রায়ের সম্পত্তির পরিমাণ কত জানেন?

ইডির দেওয়া চার্জশিটে নাম রয়েছে প্রসন্ন রায়ের। কিন্তু গতবছর সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে যান তিনি। কিন্তু তা মেনে নিতে রাজি নন ইডির তদন্তকারী আধিকারিকরা। কারণ একটাই, এই মিডলম্যান থেকে কলকাতা ও শহরতলি এলাকায় প্রসন্ন রায়ের সম্পত্তির পরিমাণ ৪০০টি। অর্থাৎ, প্রসন্ন রায় ও তাঁর পরিবারের সদস্যদের নামে কলকাতা জুড়ে রয়েছে ৪০০টিরও বেশি বাড়ি, ফ্ল্যাট, ভিলা, অফিস সহ জমি। এতো সম্পত্তি সে তৈরি করেছে শুধু নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান থেকে। তাই তাঁকে কিছুতেই ছেড়ে দিতে রাজি নন ইডির আধিকারিকরা। আজ সেই জন্যেই প্রসন্ন রায়ের একাধিক সম্পত্তিতে চলছে ইডির অভিযান। তবে প্রসন্ন রায় কোথায় আছেন, তা জানেন না কেউই।     

hiren