/anm-bengali/media/media_files/2025/06/04/KLQeaZwxKH13KMeGsoBP.jpg)
নিজস্ব সংবাদদাতা: এবার বাংলার পুলিশের বিরুদ্ধে চরমতম নিশানা দাগলেন তরুণজ্যোতি তিওয়ারি। তিনি ট্যুইট করে বলেন, "অনুব্রত পুলিশকে খিস্তি খামারি করলে এবং পুলিশের মা এবং স্ত্রীকে ধর্ষণের হুমকি দিলে দোষ নেই কিন্তু সুমন দে মহাশয় যদি সেই অডিও শোনায় তাহলে তার দোষ? তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুমকি দিচ্ছে পুলিশ? তৃণমূলের কাছ থেকে ঘুষ খায় বলে নিজের সহকর্মীর পরিবারের বিরুদ্ধে খিস্তি হজম করতে হয় এদের?" তরুণজ্যোতি তিওয়ারির এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/04/24/ivLp9xiSxTRFfHcKBeA3.png)
উল্লেখ্য, বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি বাংলাকে সুশাসনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন। তিনি বাংলার পুলিশমন্ত্রীও। তিনি বাংলার পুলিশের সাহায্য বাংলাকে নিজের মতন করে সুশাসন দেওয়ার চেষ্টা করে থাকেন। এই পরিস্থিতিতে বর্তমানে অনুব্রত ইস্যুকে হাতিয়ার করে তার দল এবং সরকারের বিরুদ্ধে তোপ দাগছেন বিরোধীরা। তবে বাংলার মানুষ সুশাসনের ক্ষেত্রে তার ওপরেই ভরসা রাখেন বলে তৃণমূলের তরফে জানানো হয়।
অনুব্রত পুলিশকে খিস্তি খামারি করলে এবং পুলিশের মা এবং স্ত্রীকে ধর্ষণের হুমকি দিলে দোষ নেই কিন্তু @IamSumanDe মহাশয় যদি সেই অডিও শোনায় তাহলে তার দোষ?
— Tarunjyoti Tewari (@tjt4002) June 4, 2025
তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুমকি দিচ্ছে পুলিশ? তৃণমূলের কাছ থেকে ঘুষ খায় বলে নিজের সহকর্মীর পরিবারের বিরুদ্ধে খিস্তি হজম করতে…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us