হালাল কংগ্রেস নেতা গুলো আদৌ ভারতের তো? হালাল কংগ্রেস অর্থাৎ গাই বাছুর কংগ্রেস এরকমই- কংগ্রেসকে এযাবৎ চরমতম নিশানা

কংগ্রেসকে এযাবৎ চরমতম নিশানা করেছেন তরুণজ্যোতি তিওয়ারি।

author-image
Aniket
New Update
rahul gandhi mallikarjun kharge

File Picture

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস একসময় দেশের শাসন করেছে। বর্তমানে সাফল্যমন্ডিত ভাবে বিরোধী দলের ভূমিকা পালন করছে কংগ্রেস। নিজেদের আসন সংখ্যাও বাড়িয়েছে ২০২৪-এর নির্বাচনে। তবে এবার কংগ্রেসকে এযাবৎ চরমতম নিশানা করেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।

tarunjyoti

তিনি ট্যুইট করে বলেছেন, "WAZIR E ALA, PAKISTAN RATNA হালাল কংগ্রেস নেতা গুলো আদৌ ভারতের তো? পাকিস্তানের হয়ে কথা বলছে কেন? পাকিস্তানের মিডিয়া এদের মন্তব্যগুলোকে হাতিয়ার করছে। আসলে বন্দেমাতরম এবং "বন্দে মাতা রোম" , দুটো এক কোনদিনই ছিল না। হালাল কংগ্রেস অর্থাৎ গাই বাছুর কংগ্রেস এরকমই"। তরুণজ্যোতি তিওয়ারির ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।