New Update
/anm-bengali/media/media_files/ZYMH38ogVu6OgwL5jPCT.jpeg)
নিজস্ব সংবাদদাতা: আর জি করের চিকিৎসকের মৃত্যুর পর থেকে বিচারের দাবিতে উত্তাল বাংলা। সেই আন্দোলন ছড়িয়েছে দেশেও।
/anm-bengali/media/media_files/Ybefo55mwwTyVhOaqT7B.jpg)
গতকাল প্রতীকী আন্দোলন রূপে রাতের দখল নিতে রাস্তায় নামে মহিলারা। শুধু মহিলা নয়, এই জনজোয়ারে ছিল পুরুষ, বৃদ্ধ, বৃদ্ধা এবং শিশুরা।
/anm-bengali/media/media_files/E1e1rg270R06CVtlcH5g.jpg)
এবার সেই আন্দোলনের নানা ছবির মাঝেই একটি বিশেষ ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ছবিটি একটি ছোট্ট কন্যার। হাতে পোস্টার যেখানে লেখা 'আমি কি বড় হয়ে রাতে বেরোতে পারবো না?'
/anm-bengali/media/media_files/ZYMH38ogVu6OgwL5jPCT.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us