New Update
/anm-bengali/media/media_files/Y7FHFbqkDRTDiL5Kcs3W.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গতকাল রবিবার কোটি কোটি ভারতীয়ের হৃদয় একপ্রকার ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কোটি কোটি ভারতীয় ভক্তের হৃদয় ভেঙে ২০২৩ বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ভারতকে হারিয়ে ষষ্ঠবারের মতো ওয়ানডে ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। তবে কি ইন্ডিয়ার হারের পিছনে কোনওভাবে দায়ী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? অন্তত তেমনই ইঙ্গিত দিলেন বিজেপি নেতা অনুপম হাজরা। বিশ্বকাপের ফাইনালে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী টিম ইন্ডিয়াকে অল দ্য বেস্ট বলেছিলেন। আর এই নিয়েই এবার আসরে নামলেন অনুপম হাজরা। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘কেনো যে আপনি "All The Best" জানাতে গেলেন ??’
...কেনো যে আপনি "All The Best" জানাতে গেলেন ??!!🙄😑 @MamataOfficialpic.twitter.com/ckovpAzj22
— Dr. Anupam Hazra 🇮🇳 ডঃ অনুপম হাজরা ✨ (@tweetanupam) November 20, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us