/anm-bengali/media/media_files/8iSByp9cTF9RBaj0VKfL.jpg)
নিজস্ব সংবাদদাতা: ফের দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। অভিযোগ, পদে থাকাকালীন অধিকাংশ জেলা বা মণ্ডল সভাপতিরা দলের পদস্থ কর্তাদের পাত্তা দেন না। কিন্তু পদ হারানোর পরই পাল্টে যায় তাঁদের আচরণ। তখন দলের কার্যকর্তাদের কাছে টানার চেষ্টা করতে থাকেন। অনুপম হাজরার মন্তব্যে বিজেপির অন্দরে ফাটল স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
একুশের ফলাফল প্রকাশের পর থেকেই বিজেপির একাংশের অভিযোগ, নিচুতলার নেতাদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না দলের শীর্ষ নেতারা। ফলে মণ্ডল সভাপতি, জেলা সভাপতিরা অনেক ক্ষেত্রেই বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বকে পাত্তা দিচ্ছে না। আবার উপরের স্তরের গোষ্ঠী কোন্দলের ফলে প্রভাবিত হচ্ছে নিচুতলা। এবার মুখ খুললেন অনুপম হাজরা। ফেসবুকে করলেন পোস্ট।