/anm-bengali/media/media_files/QQUtI8PUEFxCbVlQsx0u.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সোমবার অর্থাৎ আজ রাতে অবশেষে জেল থেকে বেরলেন অনুব্রত মণ্ডল। আর ঠিক সময়ে জেলের বাইরে ভিড় ছিল দেখার মতো। আগেই জামিনে জেল মুক্তি হয়েছে হয়েছে অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের। এদিন বাবাকে নিতে আসতে দেখা গেল তাঁকে। জেল থেকে বেরিয়েই ধরলেন মেয়ের হাত। মুখে বিষন্নতার ছাপ স্পষ্ট। পরনে হলুদ-ছাই রংয়ের টি-শার্ট। আগেই শোনা গিয়েছিল জেলের কঠোর অনুশাসনে থেকে প্রায় ৩০ কেজি ওজন কমে গিয়েছে তাঁর। এদিন প্রথম ছবি সামনে আসতে অনুব্রতকে দেখে কিন্তু তাতে আর কোনও সন্দেহ রইল না।
/anm-bengali/media/media_files/rhJgYWP29vNCEDOo5bpg.jpg)
সূত্রে খবর, আগেই তাঁর কলকাতা ফেরার টিকিটও কাটা আছে। তিহাড় থেকে বেরিয়ে মধ্যরাতেই চলে যাবেন দিল্লি বিমানবন্দরে। রাত ২টা ২০ মিনিটে দিল্লিতে 6E-8035 বিমানে চাপবেন। তারপর ভোর ৪টা ২০ মিনিটে নামবেন কলকাতায়। এছাড়া, জানা গিয়েছে, মঙ্গলবার নিজের জেলায় ফিরবেন অনুব্রত মণ্ডল। সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিতে পারেন অনুব্রত মণ্ডল।
#WATCH | Delhi | TMC's Anubrata Mondal released on regular bail from Delhi's Tihar jail in a money laundering case related to the West Bengal cattle smuggling scam. pic.twitter.com/Grd5iZvxsG
— ANI (@ANI) September 23, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us