আরজি কর কাণ্ডে মিলছে না একাধিক প্রশ্নের উত্তর, কি হয়েছিল ওই ২৫ মিনিট ?

মিলছে না একাধিক উত্তর।

author-image
Adrita
New Update
h

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর কাণ্ডে সারা দেশ তোলপাড়। এই আবহেই সিবিআই তদন্তকারীরা তদন্তে নেমে এক গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে। 

Why a Revamping of the CBI Is Necessary

সূত্র মারফত জানা গিয়েছে যে, গত ৯ই অগস্ট, ৯টা বেজে ৪৫ মিনিট নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর খবর জানলেও পুলিশে খবর দেওয়া হয় ১০টা বেজে ১০ মিনিটে। অর্থাৎ পুলিশে খবর দেওয়া হয় ২৫ মিনিট দেরিতে। এখন প্রশ্ন উঠছে যে, সেই ২৫ মিনিটে কি হয়েছিল ? পুলিশে খবর দিতে কেন এত দেরি হয়? 

RG Kar Hospital Case: SC to form National Task Force to work on norms for  doctor's safety at workplace - BusinessToday