ফের বেলঘরিয়ায় শুটআউট! গুলিবিদ্ধ তৃণমূল নেতা

তৃণমূল নেতা বিকাশ সিংয়ের বুকে ও পেটে গুলি লেগেছে। অন‍্যদিকে, সন্তু দাস নামে আরও এক ব‍্যাক্তির গুলি কোমরে লেগেছে ৷ দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন। 

author-image
Jaita Chowdhury
New Update
gun

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: দুষ্কৃতীদের দৌরাত্ম্য কমাতে বদল হয়েছে পুলিশ কমিশনার। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। ফের উত্তপ্ত ব‍্যারাকপুর শিল্পাঞ্চল। শনিবার রাতে বেপরোয়া দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালাল। গুলিবিদ্ধ  তৃণমূল নেতা-সহ দু'জন। ঘটনায় আতঙ্ক বেলঘরিয়ার উত্তর বাসুদেবপুরে।

জখম তৃণমূল নেতার নাম  বিকাশ সিং।  বুকে ও পেটে গুলি লেগেছে তাঁর। গুলিবিদ্ধ হয়েছেন সন্তু দাস নামে আরও এক ব‍্যাক্তি। হাসপাতাল সূত্রে খবর, কোমরে গুলি লেগেছে ৷ এর মধ্যে তৃণমূল নেতার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। 

gun