/anm-bengali/media/media_files/2024/10/24/UCDMdgb5wMNTj7StUKS5.jpeg)
নিজস্ব সংবাদদাতা: তদন্ত চলছে। তবে তিলোত্তমাকে কেউ ভোলেনি সেটা আরো একবার বোঝাতে ভূত চতুর্দশীর রাতে আবার এক নতুন প্রতিবাদ কর্মসূচি। হবে জোরালো আন্দোলন। আবার এক কর্মসূচি হবে নাগেরবাজারে। যারা যারা এই কর্মসূচিতে যোগদান করতে আগ্রহী তারা অবশ্যই এই প্রতিবেদন পড়ে নিন। রাত দখল থেকে শুরু করে আর জি কর কাণ্ডের বিচারের জন্য বারবার আন্দোলন জানিয়ে আসছে নাগেরবাজার। এবারেও আবার উদ্যোগ নিল নাগেরবাজারের বাসিন্দারা।
তিলোত্তমার ন্যায় বিচার এবং সকলের নিরাপত্তার দাবিতে প্রতিবাদের আগুন আরও জোড়ালো করতে ভূত চতুর্দশীর রাতে অশুভ শক্তির বিনাশ ঘটাতে তিলোত্তমা নাগেরবাজার মোড়ে সন্ধ্যে ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত সকলে মিলিতভাবে প্রদ্বীপ জ্বালিয়ে এই অতি ধিক্কারজনক পদক্ষেপগুলোকে রুখতে আহ্বান জানানো হল। উদ্দেশ্য, আরও একবার জনগণের ক্ষমতার সাক্ষী থাকুক সকলে।
এই উপলক্ষ্যে সকলকে নিজেদের প্রদীপ বাড়ি থেকে নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us