New Update
/anm-bengali/media/media_files/qCz2EmvZ1incdkSbV7HF.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর দুর্নীতি কাণ্ডে বড় মোড় এল l সূত্র মারফত জানা গিয়েছে যে, সন্দীপ ঘোষ একা নয়। তার সাথেই জুড়ে আছে আরও এক নাম।
/anm-bengali/media/post_attachments/3cce7c92c51014f327d286ed0cf2e82c3a60a57a0f6cb7f98a99605b256990ab.webp)
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, আজ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআইয়ের আধিকারিকরা। আজ কলকাতা ও কলকাতা সংলগ্ন অঞ্চলে প্রায় ১৫ জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই-এর দুর্নীতি দমন শাখা।
/anm-bengali/media/post_attachments/b3992153f6e2b70cdfe5669498889b5bcb399191207997529dd7180a2b527432.jpg)
তল্লাশি করতে গিয়েই উঠে এল আরজিকর হাসপাতালের ভেন্ডর সুমন হাজরার নাম। জানা গিয়েছে যে, ইনজেকশনের সিরিঞ্জ থেকে বিভিন্ন ওষুধ সরবরাহ করতেন এই সুমন হাজরা। এমনকি সরকারি ওষুধ রিসাইক্লিং করে সেগুলিকে বাইরে বাজারেও বিক্রি করত সে। আরও জানা গিয়েছে যে, সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এই ব্যক্তি।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/06/Large_Image_CBI-uGc-net.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us