সময়টা ২০২০, আর জি করের আরো একটি কেস মৃত চিকিৎসকের সঙ্গে মিলে যাচ্ছে! কী হয়েছিল?

আর জি করের আরো একটি কেস এল সামনে।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
murder

নিজস্ব সংবাদদাতা: ২০২০ সালে করোনা চলাকালীন আরও একজন সেকেন্ড ইয়ারের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি মহিলা ডাক্তার মারা যান আর জি কর হাসপাতালে।

West Bengal: Woman trainee doctor found dead in seminar hall of RG Kar  Hospital in Kolkata - India Today

দাবি করা হয় ডাক্তার নাকি ডিপ্রেশনে ভুগছিলেন। এমার্জেন্সি বিল্ডিংয়ের ৬ তলা থেকে বেলা এগারোটার সময় নাকি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। এদিকে সদ্য ঘটে কাণ্ডে এই মৃত ডাক্তারের খোঁজও বেলা এগারোটা পর্যন্ত পড়েনি।

Shocking revelation about RG Kar Medical College accused Post as Police  chilling details खुद को बताता था पुलिस, बैरक में रुकता था; कोलकाता आरजी कर  मेडिकल कॉलेज के दरिंदे पर नए खुलासे,

২০২০ সালের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা দাবি করেছিল যে ভারি কিছু পড়ার শব্দ শুনে দৌড়ে গিয়ে তারা দেখে প্রচুর রক্তের মধ্যে একটি মেয়ে পড়ে আছে। সুইসাইড নোট মেলেনি। বাড়ির লোককে শুধু একটা ফোন করে বলা হয় তাদের মেয়ে আত্মহত্যা করেছে। এই মৃত চিকিৎসকের ক্ষেত্রেও এক কথা বলা হয় তার পরিবারকে প্রথমে। আগের ঘটনায় পুলিশ তদন্ত করলেও পোস্ট মর্টেম রিপোর্ট আসেনি প্রকাশ্যে। 

Nameplate at residence of 'doctor didi' is reminder of a life cut short |  Kolkata News - The Indian Express