BREAKING: SSC, আবার নিয়োগ জট, হল মামলা!

৯ বছর পর হবে SSC পরীক্ষা।

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: SSC-র নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে জট। নম্বর বিভাজন নিয়ে আপত্তি চাকরিহারাদের। ২০২৫ সালের নতুন নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করে ২০১৬- এর ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের একাংশ কলকাতা হাইকোর্টে করলেন মামলা দায়ের। মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়। আগামী ৫ জুন মামলার শুনানি হবে।

ssc-scam (1)