পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের বিলুপ্তি অবশ্যম্ভাবী- যে কেউ নয়, এবার পশ্চিমবঙ্গের বড় নেতার বক্তব্যে চরম শোরগোল

কি বললেন বাংলার বড় নেতা?

author-image
Aniket
New Update
Bangladesh_Hindu_Attack-ezgif.com-resize

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার বাংলার বড় নেতা তথাগত রায় বড় মন্তব্য করেছেন।

দেশভাগের সময় জনবিনিময় হলে সমস্যা থাকত নাঃ তথাগত রায়

 তিনি ট্যুইট করে বলেছেন, "যদি আমরা, পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা, বাংলাদেশের বাঙালি হিন্দুদের যন্ত্রণার সমব্যথী না হই, যদি আমরা তাদের উপর বীভৎস ধর্মীয় অত্যাচারের বিরুদ্ধে রুখে না দাঁড়াই, যদি ভাবি ‘আমার কি’, তাহলে আমাদের, পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের, প্রথমে মুসলমানের বশ্যতা স্বীকার করতে হবে। তারপর বিলুপ্তি অবশ্যম্ভাবী।" তথাগত রায়ের এই ট্যুইট ঘিরে ফের শোরগোল শুরু হয়েছে।