ANM নিউজের তরফ থেকে সকল পাঠকদের জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা

শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-10-02 at 10.03.29 AM

SUVO BIJAYA

নিজস্ব সংবাদদাতা : আজ, বিজয়া দশমী! দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে এনেছিলেন এই দিনে। এই দিনটিই বিজয়া দশমী নামে পরিচিত, যা অশুভ শক্তির উপর শুভ শক্তির জয় এবং ন্যায় ও সত্যের প্রতিষ্ঠার প্রতীক।

পূজা শেষ হলেও, বিজয়ার আনন্দ বাঙালির জীবনে নতুন এক মাধুর্য নিয়ে আসে। এটি শুধু দেবীর বিদায়ের পর্ব নয়, বরং এটি মিলন, শুভেচ্ছা ও ভালোবাসার উৎসব। এই দিনে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেওয়া হয়, এবং ছোট-বড় নির্বিশেষে সবাই 'শুভ বিজয়া' বলে একে অপরের সাথে কুশল বিনিময় করে। মিষ্টি মুখ এবং কোলাকুলি এই দিনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ।

WhatsApp Image 2025-10-02 at 10.03.29 AM
SUVO BIJAYA

এই শুভ দিনে আমাদের সকল পাঠক এবং দেশবাসীকে এএনএম (ANM) নিউজের তরফ থেকে জানাই, শুভ বিজয়ার প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আগামী দিনগুলি যেন সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। মা দুর্গা সকলের মঙ্গল করুন।