সোমে ইডির দুয়ারে গেলেন মিমি, আর মঙ্গলে পড়বে অঙ্কুশের পা

মঙ্গলবার সকাল ১১টায় হাজিরা দিতে হবে অঙ্কুশকে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
enforcement ed.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: অনলাইন বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে ফের তলব বিনোদন জগতের তারকাদের। সোমবার ইডি দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। আর মঙ্গলবার দিল্লিতে ইডি সদর দফতরে হাজির দিতে চলেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। সূত্রের খবর, বিতর্কিত বেটিং প্ল্যাটফর্মের প্রচারে যুক্ত থাকার অভিযোগেই তাঁদের ডাকা হয়েছে।

কেন্দ্র সরকার ইতিমধ্যেই সমস্ত ধরনের বেটিং অ্যাপ নিষিদ্ধ করেছে। স্পষ্ট জানানো হয়েছে—যাঁরা এই অ্যাপের প্রচার বা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের প্রত্যেককেই তদন্তের মুখোমুখি হতে হবে। বাংলায় মিমি ও অঙ্কুশ দু’জনেই এই অ্যাপের বিজ্ঞাপন করেছিলেন বলে জানা গিয়েছে। সোমবার সকাল ১১টা থেকে মিমিকে জিজ্ঞাসাবাদ করা হয়, আর মঙ্গলবার সকাল ১১টায় হাজিরা দিতে হবে অঙ্কুশকে।

এই মামলায় শুধু টলিউড নয়, বলিউড থেকেও নাম জড়িয়েছে। ইতিমধ্যেই অভিনেত্রী উর্বশী রাউতেলাকে তলব করা হয়েছে। পাশাপাশি ক্রিকেট তারকা সুরেশ রায়না ও শিখর ধাওয়ানকেও ডাকা হয়েছিল। গত মাসেই তাঁদের বয়ান রেকর্ড করেছে ইডি। রায়নাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কীভাবে অ্যাপ কর্তৃপক্ষ তাঁর সঙ্গে যোগাযোগ করে, কত টাকা দেওয়া হয়েছিল এবং কর সংক্রান্ত নিয়ম মানা হয়েছিল কি না। ধাওয়ানকেও একই বিষয়ে প্রশ্ন করা হয়েছে।

bvhj

সূত্রের দাবি, এই সংস্থার তরফে কাদের কাদের টাকা দেওয়া হয়েছে, কোন অফিসারের মাধ্যমে যোগাযোগ করা হয়েছিল, সেই সমস্ত খুঁটিনাটি খুঁজে দেখছে ইডি। তদন্তকারীদের সন্দেহ, শুধু প্রচার নয়, অভিনেতা-অভিনেত্রীরা সরাসরি আর্থিক বিনিয়োগের মাধ্যমেও এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকতে পারেন। তাই আর্থিক লেনদেন থেকে শুরু করে আইন লঙ্ঘনের সম্ভাবনা—সবই খতিয়ে দেখা হবে তাঁদের জিজ্ঞাসাবাদে।