/anm-bengali/media/media_files/1000073920.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: তিলোত্তমাকাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো বদলির মামলায় বড় জয় পেলেন। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, অনিকেতকে পছন্দের পোস্টিংই দিতে হবে। রায়গঞ্জ মেডিক্যাল কলেজে বদলির নোটিফিকেশন খারিজ করেছে আদালত।
রায় দিতে গিয়ে বিচারপতি বলেন, “এটা খুবই লজিক্যাল বিষয় যে প্রার্থীর মেধার ভিত্তিতেই তাঁর পোস্টিং হবে। উচ্চ মেধার প্রার্থীর ক্ষেত্রে প্রতিটি কলেজ ও প্রতিষ্ঠানের উচিত তাঁদের পছন্দের জায়গা নিয়ে স্বচ্ছতা বজায় রাখা। রাজ্য এখানে সদিচ্ছা দেখায়নি"।
অনিকেত মাহাতো আদালতে অভিযোগ করেছিলেন, পোস্টিংয়ের ক্ষেত্রে সবার মতামত নেওয়া হলেও তাঁকে ও আরও দু’জনকে বাদ দিয়ে বাকিদের পছন্দের জায়গা দেওয়া হয়েছে। এর বিরুদ্ধেই তিনি হাইকোর্টে মামলা করেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/1000073919.jpg)
রাজ্যের আইনজীবীর সওয়াল ছিল, অনিকেতের র্যাঙ্ক ২৪ হওয়ায় তিনি কীভাবে নিজের পছন্দের পোস্টিং দাবি করতে পারেন। তবে দুই পক্ষের সওয়াল শোনার পর বিচারপতি বিশ্বজিৎ বসু স্পষ্ট নির্দেশ দেন— আরজি করেই পোস্টিং দিতে হবে অনিকেতকে।
এই রায়ের ফলে জুনিয়র ডাক্তার আন্দোলনের অন্যতম নেতা হিসেবে পরিচিত অনিকেত মাহাতোকে নিয়ে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে চিকিৎসক মহলে। রাজ্যের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্নও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us