শুধু দেবাশিস নন, স্বাস্থ্য ভবনের নিশানায় এবার আরও দুই চিকিৎসক, পোস্টিং বদল অনিকেত-আশফাকুল্লাহর

আশফাকুল্লাহ আরামবাগ মেডিক্যাল কলেজ নির্বাচন করেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
junior doctor meeting

File Picture

নিজস্ব সংবাদদাতা: আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা পেরিয়ে গেছে অনেকগুলি দিন । সেই ঘটনার বিরুদ্ধে পথে নামা তিন তরুণ চিকিৎসকের পোস্টিং ঘিরে এবার উঠল ‘প্রশাসনিক প্রতিশোধ’-এর অভিযোগ। চিকিৎসক দেবাশিস হালদারের পর এবার অনিকেত মাহাতো ও আশফাকুল্লাহ নাইয়ার পোস্টিং বদল নিয়েও বিস্ফোরক দাবি সামনে আনলেন তাঁরা।

জানা গিয়েছে, চিকিৎসক অনিকেত মাহাতো ও আশফাকুল্লাহ নাইয়া এতদিন PGT (Post Graduate Trainee) পদে কর্মরত ছিলেন। এবার সিনিয়র রেসিডেন্ট হিসেবে তাঁদের নতুন করে পোস্টিং দেওয়ার জন্য সরকার কাউন্সেলিং আয়োজন করে। সেখানে অনিকেত নিজের পছন্দের জায়গা হিসেবে আরজি কর মেডিক্যাল কলেজ এবং আশফাকুল্লাহ আরামবাগ মেডিক্যাল কলেজ নির্বাচন করেন।

কিন্তু মেধাতালিকা প্রকাশিত হওয়ার পর দেখা যায় এক আশ্চর্য পরিবর্তন - অনিকেত মাহাতোকে পাঠানো হচ্ছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে এবং আশফাকুল্লাহ নাইয়াকে পাঠানো হচ্ছে পুরুলিয়া মেডিক্যাল কলেজে।

Aniket

তাঁদের দাবি, ৮৭১ জন চিকিৎসকের তালিকায় শুধু তাঁদের দু’জনেরই পোস্টিং বদল হয়েছে। আর এই পরিবর্তনের পিছনে কোনও স্বচ্ছ প্রশাসনিক কারণ নেই। বরং তাঁরা দাবি করেছেন, “আমরা আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনার বিরুদ্ধে পথে নেমেছিলাম, সেই কারণেই প্রশাসনিকভাবে আমাদের ‘টার্গেট’ করা হচ্ছে”। তাঁদের আরও অভিযোগ, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম নাকি তাঁদের ব্যক্তিগতভাবে বলেছেন, “কাউন্সেলিংয়ে আপনারা যাই বাছুন, সরকার যেখানে ইচ্ছা আপনাদের পাঠাতে পারে”।

এই বক্তব্য আরও সন্দেহ উস্কে দিয়েছে যে এটি ব্যক্তিগত ক্ষোভ বা রাজনৈতিক নির্দেশে পরিচালিত সিদ্ধান্ত হতে পারে। যার শিকার হলেন এই তিন জুয়েল ডাক্তার।