আনন্দপুর কারখানায় ভয়াবহ আগুন, আতঙ্কিত এলাকার বাসিন্দারা

প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: আবারও অগ্নিকাণ্ডে আতঙ্কিত কলকাতা। শনিবার দুপুরে আনন্দপুরের গুলশান কলোনি এলাকার একটি চামড়ার জুতো তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থল কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডে। খবর ছড়াতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত কলোনির ভিতরে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ। প্রথমে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে, প্রয়োজনে আরও ইঞ্জিন নামানো হতে পারে বলে জানিয়েছে দমকল কর্তৃপক্ষ।

1755941145_fire

অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। কোনও হতাহতের খবরও এখনও পাওয়া যায়নি। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা এখনই তাঁদের প্রধান লক্ষ্য। পরিস্থিতি স্বাভাবিক হলে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।