নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘অপারেশন সিঁদুর’ নিয়ে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রীকে। বলেছিলেন ‘সিঁদুর নিয়ে ব্যবসা করবেন কি এবার?’ আর এবার তাঁর সেই মন্তব্যের পাল্টা জবাব দিলেন অমিত শাহ।
/anm-bengali/media/media_files/2025/06/01/SfWTknvl7YUHcmsqHxJ0.png)
এদিন শাহ বলেন, “যদি দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) সাহস থাকে, তাহলে তিনি হিংসা ছাড়াই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করুন, তার জামানত জব্দ করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটব্যাঙ্কের জন্য তুষ্টির সমস্ত সীমা অতিক্রম করেছেন। পহেলগাঁও-এ আমাদের লোকজনকে হত্যা করা হয়েছে। অপারেশন সিঁদুরের অধীনে, আমরা ১০০ কিলোমিটার (পাকিস্তানের ভেতরে) গিয়ে তাদের সদর দপ্তর ধ্বংস করেছি। শত শত সন্ত্রাসী নিহত হয়েছে, এবং এতে দিদির পেটে ব্যাথা শুরু হয়ে গেছে। তিনি একটি রাজনৈতিক বক্তৃতা দিয়েছেন এবং অপারেশন সিঁদুরের বিরোধিতা করেছেন। তিনি দেশের কোটি কোটি নারীর আবেগ নিয়েও খেলেছেন। পশ্চিমবঙ্গের বোন এবং মায়েদের আসন্ন নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সিঁদুরের মূল্য শেখানো উচিত”।
‘সিঁদুরের মূল্য শেখানো উচিত এবার’, কার জন্যে এমন বার্তা দিলেন শাহ?
সেই মন্তব্যের পাল্টা জবাব দিলেন অমিত শাহ।
File Picture
নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘অপারেশন সিঁদুর’ নিয়ে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রীকে। বলেছিলেন ‘সিঁদুর নিয়ে ব্যবসা করবেন কি এবার?’ আর এবার তাঁর সেই মন্তব্যের পাল্টা জবাব দিলেন অমিত শাহ।
এদিন শাহ বলেন, “যদি দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) সাহস থাকে, তাহলে তিনি হিংসা ছাড়াই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করুন, তার জামানত জব্দ করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটব্যাঙ্কের জন্য তুষ্টির সমস্ত সীমা অতিক্রম করেছেন। পহেলগাঁও-এ আমাদের লোকজনকে হত্যা করা হয়েছে। অপারেশন সিঁদুরের অধীনে, আমরা ১০০ কিলোমিটার (পাকিস্তানের ভেতরে) গিয়ে তাদের সদর দপ্তর ধ্বংস করেছি। শত শত সন্ত্রাসী নিহত হয়েছে, এবং এতে দিদির পেটে ব্যাথা শুরু হয়ে গেছে। তিনি একটি রাজনৈতিক বক্তৃতা দিয়েছেন এবং অপারেশন সিঁদুরের বিরোধিতা করেছেন। তিনি দেশের কোটি কোটি নারীর আবেগ নিয়েও খেলেছেন। পশ্চিমবঙ্গের বোন এবং মায়েদের আসন্ন নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সিঁদুরের মূল্য শেখানো উচিত”।