/anm-bengali/media/media_files/2025/06/01/obo0AHzeA38z78RBBTYf.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আজ রাজারহাটে উদ্বোধন হল দেশের অত্যাধুনিক সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির (CFSL)। এই ল্যাবরেটরির উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশের বিচার ব্যবস্থা সংস্কারের রূপরেখা তুলে ধরেন তিনি।
অমিত শাহ এদিন বলেন, “আমাদের লক্ষ্য গরিব মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা সৃষ্টি করা এবং অল্প সময়ের মধ্যে ন্যায়বিচার পৌঁছে দেওয়া”। তিনি জানান, ২০০ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হবে ন্যাশনাল ফরেন্সিক ডেটা সেন্টার। এখন থেকে প্রমাণভিত্তিক বিচারব্যবস্থায় প্রবেশ করছে ভারত।
দেশজুড়ে প্রতিটি জেলায় ফরেন্সিক মোবাইল ভ্যান পাঠানোর জন্য রাজ্যগুলিকে সহযোগিতা করছে কেন্দ্র। ইতিমধ্যেই বেশ কিছু রাজ্য এই প্রকল্প বাস্তবায়ন করেছে। বর্তমানে দেশে ৭টি ফরেন্সিক কলেজ রয়েছে, আরও ৮টি নতুন কলেজ তৈরির পরিকল্পনা রয়েছে।
ভারতের বিচার ব্যবস্থায় এবার ১৬০ বছরের পুরনো দণ্ডবিধি বাতিল করে আনা হয়েছে নতুন আইন। অমিত শাহ বলেন, “এটা যুগান্তকারী পরিবর্তন। এখন নির্দোষরা শাস্তি পাবে না, অপরাধীরা ছাড়া পাবে না”।
এছাড়া, ৬০ দিনের মধ্যে চার্জশিট জমা দেওয়ার নিয়ম চালু করা হয়েছে, যা ইতিমধ্যেই ৬০ শতাংশ ক্ষেত্রে কার্যকর। ইলেকট্রনিক প্রমাণ আদালতে গ্রহণযোগ্য হয়েছে। ফরেন্সিক ভিজিট বাধ্যতামূলক করা হয়েছে ৭ বছরের বেশি সাজার মামলায়। ডিএনএ টেস্টের মাধ্যমে ২০ বছরের পুরনো মামলার বিচারে অগ্রগতি হচ্ছে। মোবাইল ফরেন্সিক, অ্যাপ ট্রেসিং, সাইকোলজিক্যাল অ্যানালাইসিস – এই সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হচ্ছে।
যা জানা যাচ্ছে, নতুন সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে রয়েছে - বায়োলজি, সিরোলজি, ডিএনএ, কেমিস্ট্রি, নারকোটিক্স, বিষ বিজ্ঞান, ব্যালেস্টিক, কম্পিউটার সায়েন্স, সাইকোলজি ও ফিজিক্স বিভাগের সুবিধা।
#WATCH | Kolkata, West Bengal: Union Home Minister Amit Shah inaugurated the new building of the Central Forensic Science Laboratory in Kolkata. pic.twitter.com/x0HYp09TBo
— ANI (@ANI) June 1, 2025