New Update
/anm-bengali/media/media_files/mZSFQe4E9S2qCCuFDojY.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রাজ্যে ফের অমিত সফর। একমাসের মাথায় রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে রাজ্যের প্রস্তুতি পর্ব, এবং প্রার্থী তালিকা নির্বাচন নিয়ে একাধিক বিষয়ে বৈঠক করতেই রাজ্যে আসছেন তিনি।
যা জানা যাচ্ছে, আগামী রবিবার রাতে কিংবা সোমবার সকালে রাজ্যে পা রাখবেন অমিত শাহ। সোমবার দিনভর ভোট প্রস্তুতি নিয়ে বৈঠক করবেন রাজ্য নেতৃত্বদের সাথে। কোন জেলা খানিকটা এগিয়ে, কোন জেলা খানিকটা পিছিয়ে, এবং কাদের কাদের প্রার্থী করলে রাজ্যে ভালো ফল করা যাবে, সেই নিয়েই বৈঠক করবেন শাহ। রাজ্য নেতৃত্বকে পথও বাতলে দেবেন তিনি।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us