লোকসভা ভোটের প্রস্তুতি শুরু! আজই কলকাতায় আসছে নাড্ডা-শাহ

২০২৪ সালের লোকসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু। দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন জেপি নাড্ডা ও অমিত শাহ।

author-image
SWETA MITRA
New Update
shah nadda.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পাখির চোখ লোকসভা ভোট। দুদিনের বাংলা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই আজ রাজ্যে পা রাখছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। অনেকেই বলাবলি করছেন,  শুরু হয়ে গেল লোকসভা ভোটের প্রস্তুতি। সূত্রের খবর, আজ ১১:৪৫ এ কলকাতা বিমান বন্দরে নামবে অমিত শাহের বিমান । অন্যদিকে রাত ১২:৩০ টায় নামবে নাড্ডার বিমান। মঙ্গলবার এমজি রোডের গুরুদ্বারে যাবেন অমিত শাহ। এরপর বঙ্গ বিজেপি নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসবেন জেপি নাড্ডা ও অমিত শাহ। ন্যাশনাল লাইব্রেরিতে হবে এই বিশেষ বৈঠক।