"মমতা ব্যানার্জির পদত্যাগ"! এখনই ঘোষণা, বললেন কে?

বিজেপি নেতার বড় দাবি।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamata arrest

নিজস্ব সংবাদদাতা: নারীদের আন্দোলন নিয়ে লিখলেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি লেখেন, "গতকাল রাতে পশ্চিমবঙ্গের মানুষ আবার রাস্তায় নেমেছে। তারা শুধু আর জি কর ধর্ষণ ও খুনের শিকারের বিচার দাবি করছে না, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে স্লোগানও দিয়েছে।"

West Bengal: BJP's Amit Malviya booked for accusing Mamata Banerjee of  'shielding criminals' in ED attack - India News | The Financial Express

তিনি লেখেন, "এ দফা, দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ"।

mamatafasi

এরপর তিনি লেখেন, "বেহালা চৌরাস্তা থেকে নাগেরবাজার, বাগুইআটি এবং টিএমসির প্রিয়, আর জি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়ির সামনে - ন্যায়বিচারের জন্য শুধুমাত্র একটি সম্মিলিত দাবি।"

RG Kar rape and murder case | Thousands of women descended on the streets  of Calcutta at midnight on the eve of Independence Day - Telegraph India