R G Kar: 'কী আড়াল করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়?'

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamataang

নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা অমিত মালব্য খোঁচা দিলেন বাংলার সরকারকে। 

BJP's Amit Malviya draws ire over remarks on assassination of Congress  leaders | Latest News India - Hindustan Times

এই নেতা লেখেন, 'আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ধর্ষণ ও খুনের ঘটনায় কী আড়াল করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রাক্তন কংগ্রেসম্যান কপিল সিবালের নেতৃত্বে ২১  জন আইনজীবী বঙ্গ সরকারের প্রতিনিধিত্ব করছেন, যারা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত।'

mamata37angry

এরপরে তিনি লেখেন, 'কল্পনা করুন: একদিকে কলকাতার শহরতলীতে বসবাসকারী একটি গড় মধ্যবিত্ত পরিবার, যার মেয়ে ডাক্তার হয়ে মানুষের সেবা করার স্বপ্ন দেখে, অন্যদিকে দুর্নীতিবাজ এবং ক্ষমতাবানদের জোট। এটি একটি অসম লড়াই। তবে পশ্চিমবঙ্গের মানুষ জয়ী হবেই, যাই হোক না কেন।'

R G Kar Incident