সারারাতের বৃষ্টির জের, জলের তলায় তিলোত্তমা

কলকাতার একাধিক রাস্তায় হাঁটুজল জমেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
water logging

File Picture

নিজস্ব সংবাদদাতা: সারারাত ধরে চলেছে মুষলধারে বৃষ্টি। এমনকি সকালেও দেখা গেছে একই ছবি। যার ফলস্বরূপ, কলকাতায় ফিরলো জলজমার চেনা ছবি। কলকাতার একাধিক রাস্তায় হাঁটুজল জমেছে। অফিসযাত্রীদের দুর্ভোগ চরমে। গড়িয়া, বেহালা, কাঁকুড়গাছি, শ্যামবাজার— শহরের নানা প্রান্তে জল দাঁড়িয়ে থাকার কারণে যানজটও দেখা দিয়েছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন যাঁরা ভোরবেলায় কাজে বের হন তারা। কার্যত, মাথার ওপরে বৃষ্টি, আর নীচে জমা জল তাই পেরিয়েই যেতে হয়েছে নিজেদের গন্তব্যে। 

অন্যদিকে, শহরের গৃহহীন মানুষদের কাছে এটি এক দুর্বিষহ যন্ত্রণা। ফুটপাতে যাঁদের বাস, তাঁদের ঠাঁই হয়েছে দোকানের শেড কিংবা ভাঙা প্লাস্টিকের ত্রিপলের নীচে। কোনও কোনও ক্ষেত্রে অতিবৃষ্টিতে সেই সামান্য আশ্রয়ও ভেসে গিয়েছে। বহু মানুষকে দেখা গিয়েছে রাস্তায় দাঁড়িয়ে ভিজতে ভিজতে কাটাচ্ছেন সকাল।

tamilnadu waterlogging.jpg

হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি চলবে আগামী রবিবার পর্যন্ত। বৃষ্টির কারণে আগামী কয়েকদিন স্কুল-কলেজ ও অফিস চলাচলেও ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা।