সন্দেশখালি: মহিলাদের তাড়া খেয়ে স্বীকারোক্তি! অবশেষে মুখ খুললেন TMC নেতা

মহিলাদের তাড়া খেয়ে অবশেষে মুখ খুললেন বেড়মজুরের তৃণমূল নেতা অজিত মাইতি।

author-image
Anusmita Bhattacharya
New Update
TMC edit .jpg

নিজস্ব সংবাদদাতা: তৃণমূল নেতার উপর ক্ষেপে রয়েছে মানুষ। পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। দুর্নীতি হয়েছে, শেষমেশ সেটাও মেনে নিলেন বেড়মজুরের তৃণমূল নেতা অজিত মাইতি। 'যারা অত্যাচার করেছে তাদের পাশে দল নেই', দাবি করলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তাহলে কি শেখ শাহজাহান, অজিত মাইতিদের দায় ঝেড়ে ফেলতে চাইছে দল?