ভোটের আগে বড় সিদ্ধান্ত, WBCUPA ভেঙে দিল তৃণমূল কংগ্রেস

ভোটের আগে এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
tmcp panchayet

File Picture

নিজস্ব সংবাদদাতা: পুজোর আবহে বড়সড় সাংগঠনিক রদবদলের পথে তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডেল থেকে জানানো হয়েছে, দলের শিক্ষক সংগঠন ও অধ্যাপক সংগঠন ভেঙে দেওয়া হয়েছে। উৎসবের পরে নতুন করে ঘোষণা করা হবে রাজ্য ও জেলা কমিটির নেতৃত্ব।

রাজনৈতিক মহলে জোর জল্পনা, হঠাৎ এমন সিদ্ধান্তের পিছনে কী কারণ? ওয়াকিবহাল মহলের মতে, বিশেষ করে তৃণমূলের অধ্যাপক সংগঠনের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল। দুই গোষ্ঠীর লড়াই বারবার প্রকাশ্যে চলে আসছিল। সেই সংঘাতকে আর বাড়তে দিতে চায় না দল। তাই গোটা সংগঠনকে ভেঙে দিয়ে নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

tmc

শুধু অধ্যাপক সংগঠন নয়, শিক্ষক সংগঠনেও একই ছবি। নতুন ধাঁচে সংগঠনকে সাজানো হবে, সামনে আনা হবে নতুন নেতাদের। ফলে আপাতত পুজো অবধি কার্যত শিক্ষক ও অধ্যাপক সংগঠনহীন থাকছে তৃণমূল।

অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেল থেকে লেখা হয়েছে, “সাংগঠনিক পুনর্গঠনের প্রেক্ষিতে, WBCUPA, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য ও জেলা কমিটিগুলি ভেঙে দেওয়া হচ্ছে। নবনিযুক্ত রাজ্য ও জেলা কমিটির পদাধিকারীদের নাম উৎসবের পরেই জানানো হবে"।