BREAKING : মাদ্রাসার ছাত্রদের নিয়ে যুদ্ধ করবে পাকিস্তান ! ফের বিতর্কিত মন্তব্য করলেন
BREAKING : পাকিস্তানের ড্রোন ও গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ! রাজৌরির সীমান্তবর্তী এলাকা খালি করছেন বাসিন্দারা
BREAKING : ২৬/১১ মুম্বই হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে ৬ জুন পর্যন্ত হাজতবাসের নির্দেশ দিল কোর্ট !
BREAKING : কাশ্মীরে অবস্থানরত ছাত্রদের জন্য বড় ঘোষণা করলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু !
BREAKING : ১৫ই মে পর্যন্ত গুজরাটে নিষিদ্ধ করা হল আতশবাজি ও ড্রোন !
BREAKING : অপারেশন সিঁদুর নিয়ে বড় কোনও ঘোষণা ? ফের প্রেস ব্রিফিং আজ বিকেল ৫টা ৩০মিনিটে
ভারত পাকিস্তান উত্তেজনায় পাঞ্জাব জুড়ে আতঙ্কের পরিবেশ! নিত্য প্রয়োজনীয় জিনিস মজুদ করতে শুরু করেছে স্থানীয়রা
কেন ভারতের ড্রোন হামলা থেকে নিজেদের রক্ষা করল না পাকিস্তান! পাক প্রতিরক্ষা মন্ত্রীর আজব যুক্তিতে হেসে ফেটে পড়ল বিশ্ব
হাতে অর্থ নেই! IMF-এর কাছে ১.৩ বিলিয়ন মার্কিন ডলারের বেলআউট প্যাকেজের আবেদন পাকিস্তানের

এইমসের চিকিৎসকেরা করবেন ময়নাতদন্ত, কল্যাণী গেল জয়নগরের নির্যাতিতা নাবালিকার দেহ

সব শেষে কল্যাণী এইমস আর কল্যাণী জেএনএম এই দুই হাসপাতালের নামই স্থির করা হয়। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: জয়নগরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় পুলিশের ভূমিকায় গতকালই অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। পকসো আদালতে মামলা স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একই সাথে কল্যাণী জেএনএম হাসপাতালে ময়নাতদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এইমসের বিশেষজ্ঞরা ময়নাতদন্ত করবেন বলে জানা যাচ্ছে।

সেই মোতাবেক আজ সকালেই কলকাতার কাঁটাপুকুর মর্গ থেকে বেরলো নাবালিকার নিথর দেহ। যাত্রা কল্যাণী জেএনএম হাসপাতালের দিকে। মেয়েটির পরিবারের সদস্যরা রয়েছে সঙ্গে। গতকাল জয়নগরের নির্যাতিতার ময়নাতদন্ত নিয়ে একটি জটিলতা তৈরি হয়। পরিবার রাজ্য পুলিশের অধীনে রাজ্য সরকারি হাসপাতালে ময়নাতদন্ত করাতে চায় না। সেই আবেদন নিয়েই রবিবার হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার। 

jaynagar 123

প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নির্দেশ মেনে রবিবারই জরুরী ভিত্তিতে মামলার শুনানি হয় হাইকোর্টে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে নজিরবিহীন ভাবে রবিবার শুনানি হয়। এর প্রেক্ষিতে রাজ্যের তরফে আদালতে সওয়াল করা হয়, কেন্দ্রীয় কোনও হাসপাতালে ময়নাতদন্ত করার ব্যাপারে নির্দেশ দেওয়ার ক্ষমতা রাজ্যের নেই। শুনানি পর্বে উঠে আসে একাধিক হাসপাতালের নাম। সব শেষে কল্যাণী এইমস আর কল্যাণী জেএনএম এই দুই হাসপাতালের নামই স্থির করা হয়। 

উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর দেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগণার জয়নগরে। ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এলাকায় পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন ওঠে। বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে ওই ছাত্রীর দেহ উদ্ধার হয় বলে জানিয়েছেন মৃত ছাত্রীর বাবা। একটি জলাজমিতে পড়েছিল ওই ছাত্রীর দেহ। সারা দেহে ছিল আঘাতের চিহ্ন। তাতেই পরিবারের লোকজন অভিযোগ করে ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁদের মেয়েকে। এরপরই জল গড়ায় বহুদূর। আর এবার কল্যাণী জেএনএম হাসপাতালে গেল নাবালিকার দেহ, ময়নাতদন্ত করবে এইমসের চিকিৎসকেরা। 

jmhjmjklo

Adddd