দেবীর মাঝে প্রকৃতি-মানবের সত্যকে―মেলাতে ঐক্যবদ্ধ আহিরীটোলা সার্বজনীন

আহিরীটোলা সার্বজনীনের পুজোর ভাবনায় বিশেষতা।

author-image
Aniket
New Update
New Project (1)

নিজস্ব সংবাদদাতা: প্রকৃতি প্রবাহমান, প্রকৃতির রহস্য বোঝা দুরূহ। বিশেষত, ইঁটকাঠ পাথরের মানব সভ্যতার মাঝে প্রকৃতিকে বুঝতে পারা অতীব কঠিন। তবে মর্তে আসছেন মা, এইসময় ইঁটকাঠ পাথরের মাঝেও জেগে ওঠে প্রকৃতির প্রবাহ। কারণ, মা যে নিজেই প্রকৃতি। তাই এর থেকে ভালো সময় আর কি হতে পারে প্রকৃতি-মানবের সত্যর এই গূঢ় রহস্যকে খতিয়ে দেখার। 

এবার সেই ভাবনা নিয়েই হাজির হচ্ছে আহিরীটোলা সার্বজনীন। এবছরের তাদের থিম, 'আবহ'। ৮৬ তম বর্ষে পদার্পণ করে তাদের পুজোর বাজেট প্রায় ৬০ লক্ষ টাকা। এই সমগ্র ভাবনায় ও দেবীর রূপদানে যে মানুষটি ভূমিকা রেখেছেন তিনি হলেন অনির্বান দাস। ২৪ তারিখ তাদের পুজোর শুভ উদ্বোধন হবে।