ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, এবার বাংলাদেশ থেকেই এলেই রক্তপরীক্ষা বাধ্যতামূলক

ফের ভয়াবহ চেহারা নিয়েছে ডেঙ্গু। ডেঙ্গু আক্রান্তের মৃত্যুর ঘটনা ঘটেছে কলকাতায়। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হয়েছে ১০ বছরের এক নাবালিকার। অন্যদিকে আরও এক মহিলার মৃত্যু হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু (Dengue)। ইতিমধ্যে সেখানে ডেঙ্গুর জেরে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের বলে খবর। এদিকে পশ্চিমবঙ্গেও ইতিমধ্যে দুজনের মৃত্যু হয়েছে বলে খবর। এরই মাঝে ডেঙ্গুর পরিস্থিতি নিয়ে তৎপর হল কলকাতা পুরসভা। পুরসভার তরফে জানানো হয়েছে, ‘বাংলাদেশ থেকে আগত যাত্রীদের কলকাতা বিমানবন্দরের ইমিগ্রেশনের সামনেই করতে হবে রক্ত পরীক্ষা। বাংলাদেশ থেকে আগত যাত্রীরা হতে পারেন ডেঙ্গুর বাহক।‘