/anm-bengali/media/media_files/xxvmrtDYWy2aM6vnlJmB.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : বালাসোরে ট্রেন দুর্ঘটনার পর থেকেই দুর্ঘটনার কারণ নিয়ে শুরু হয়েছে বিস্তর জল্পনা। রেলের ভূমিকায় উঠছে প্রশ্ন। সম্প্রতি দুই রেল কর্তার একটি কথোপকথনের ভিডিও ট্যুইট করেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। ট্যুইট বার্তায় তিনি লিখেছিলেন, ''অডিওর সত্যতা যাচাই হয়নি। বিষয়টা তদন্তসাপেক্ষ।সিগনাল ছিল মেনলাইনের, পয়েন্ট ছিল লুপলাইনে।বড়সড় গোলমাল আছে রেল দুর্ঘটনার পেছনে।'' গোটা বিষয়টি সিবিআইয়ের নজরে আনতে চেয়ে কুণালের সেই ট্যুইট এবার রিট্যুইট করে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। কুণাল ঘোষ কীভাবে অডিওটি পেয়েছেন সেই প্রশ্ন তুলে তিনি নিশানা করেন পুলিশকে। প্রশ্ন করেন, ''পশ্চিমবঙ্গ পুলিশ কি এখন রেলের আধিকারিকদের ফোন লাইন ট্যাপ করছে এবং রেকর্ডিংগুলি টিএমসি-তে হস্তান্তর করছে?''
Would like to draw the attention of #CBI in coromandel mishap
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) June 5, 2023
1.From where did TMC Spokesperson @KunalGhoshAgain get the audio of the conversation of railway officials?
2. Is West Bengal police now tapping phone lines of railway officials and handing over the recordings toTMC? https://t.co/FMGDydDd7l
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us