এশিয়া কাপে ভারতের জয় নিয়ে অগ্নিমিত্রা পলের কটাক্ষ

“রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় একটিও টুইট করেননি, ভারতের জয় যেন ওদের কষ্ট দিয়েছে”—বিজেপি নেত্রী।

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-29 3.06.31 PM

নিজস্ব সংবাদদাতা: এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়কে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, “যারা বলছিল রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না, সেই ম্যাচ খেলাই উচিত নয়—রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতের জয়ের পর একটিও টুইট করেননি। মনে হচ্ছে ভারতের জয় তাদের অনেক কষ্ট দিয়েছে।”

অগ্নিমিত্রা আরও বলেন, “প্রধানমন্ত্রী ইতিমধ্যেই টুইট করে জানিয়েছেন, যুদ্ধক্ষেত্র হোক বা ক্রিকেট মাঠ—ভারত পাকিস্তানকে সর্বত্র হারাবে।” ভারতের জয়ের পর রাজনীতির অঙ্গনেও তীব্র তরজা শুরু হয়েছে।