নিজস্ব সংবাদদাতা: গণপিটুনিকাণ্ডে আলোচনায় মদন মিত্র-ঘনিষ্ঠ জয়ন্ত সিং। আপাতত সে জেলে। তবে আবার মারধরের এক নৃশংস ভিডিও এল সামনে। কামারহাটির আড়িয়াদহের তালতলা ক্লাব এলাকায় আরো এক ঘটনা ঘটে যেখানে মহিলাকে পেটানো হচ্ছে। ভিডিও শেয়ার করলেন অগ্নিমিত্রা পল।
এই বিজেপি নেত্রী লেখেন, 'তিনজন লোক এক মহিলাকে চ্যাংদোলা করে ধরে আছে। আরেকজন অনবরত নির্মমভাবে লাঠি দিয়ে পিটিয়ে যাচ্ছে। মহিলা চিত্কার করছেন, যন্ত্রণায় কাতরাচ্ছেন। আরও কয়েকজন লোক মহিলার সেই আর্তনাদ শুনে হাসাহাসি করছে। কামারহাটির আড়িয়াদহের তালতলা ক্লাবের ঘটনা। এবারও সেই জয়ন্ত সিং ও তার দলবল। এই জয়ন্ত আবার কামারহাটি বিধায়ক কালারফুল মদন মিত্রের খাস লোক। মা ও ছেলেকে একইভাবে গণপিটুনি দিয়ে আপাতত জেলে জয়ন্ত। তারই মধ্যে আরও একটি নৃশংস ভিডিও সামনে আসায় আপাতত মুখে কুলুপ এঁটেছে তৃণমূল। এলাকায় 'সুপারি' নেওয়ার জন্য কুখ্যাত এই অপরাধী মমতার 'নারীকেন্দ্রিক' সরকারের নির্লজ্জ ভণ্ডামিকে প্রকাশ করে !'