/anm-bengali/media/media_files/gZAFcyx8cHrzxYsYd5FA.jpg)
নিজস্ব সংবাদদাতা: গণপিটুনিকাণ্ডে ধৃত জয়ন্ত সিংয়ের সঙ্গে ছবি পাওয়া গেছে মদন মিত্র ও সৌগত রায়ের। এরপর দলের অবস্থান স্পষ্ট করতে কাল তারা সাংবাদিক বৈঠক করেন। তৃণমূল সাংসদ সৌগত রায় সোজাসুজি বলেন যে যা হয়েছে ভুল হয়েছে। সংশোধন করে নেওয়া হবে। এই নিয়ে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল।
/anm-bengali/media/media_files/x12safptS876x5x17vrN.jpg)
অগ্নিমিত্রা পল লেখেন, "যা হয়েছে ভুল হয়েছে। সংশোধন করে নেওয়া হবে। একথা না বললে যে আর উপায় নেই। তাই কী বাধ্য হয়ে বলেই ফেললেন সৌগত বাবু, মদন মিত্র? কেননা এরই মধ্যে যে প্রকাশ্যে এসেছে মদন মিত্র ও সৌগত রায়ের সঙ্গে তাঁর একাধিক ছবি। গতকাল অব্দি মদন মিত্র দায় নিচ্ছিলেন না আজ তাঁরা স্বীকার করছেন, তাহলে কী নবান্নের চোদ্দতলা থেকে আদেশ এসছে, তাই এসব বলছেন? আসলে সবাই সব কিছু জানেন, মাথার উপর উচ্চ নেতৃত্বের আশীর্বাদ না থাকলে অপরাধীরা এত বাড়তে পারে না..."
“যা হয়েছে ভুল হয়েছে। সংশোধন করে নেওয়া হবে।”
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) July 16, 2024
একথা না বললে যে আর উপায় নেই। তাই কী বাধ্য হয়ে বলেই ফেললেন সৌগত বাবু, মদন মিত্র?
কেননা এরই মধ্যে যে প্রকাশ্যে এসেছে মদন মিত্র ও সৌগত রায়ের সঙ্গে তাঁর একাধিক ছবি। গতকাল অব্দি মদন মিত্র দায় নিচ্ছিলেন না আজ তাঁরা স্বীকার করছেন, তাহলে… pic.twitter.com/KJ9fi7dfBI
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-bengali/media/post_attachments/6af86ecc6993710ec67e7b338b8a04a4790e8fa0e4fe1676ea3294991eb7dea2.webp)