/anm-bengali/media/media_files/9y9LOBqIDuuMlh045UmD.jpg)
নিজস্ব সংবাদদদাতা: দেখতে দেখতে পুজো শেষ। মায়ের বিদায় বেলা এসে উপস্থিত। আরো এক বছরের অপেক্ষা উমার আসার। আবার বাঙালির আনন্দ ভুলে কাজে ফেরার দিন এসে গেল। তাই উৎসবের শেষে এবার সকলকে বিদায় জানানোর পালা। সেই সঙ্গে সকলের জন্য শুভেচ্ছা। এমনই বার্তা দিয়ে বিশেষ পোস্ট করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল।
এই নেত্রী লেখেন, দশেরার এই পবিত্র উপলক্ষ্যে, আসুন আমরা মন্দের উপর ভা লোর চিরন্তন বিজয় উদযাপন করি। ভগবান রামের আশীর্বাদ আমাদেরকে আমাদের মধ্যে এবং চারপাশের মন্দকে জয় করতে, ধার্মিকতা এবং সত্যের পথে নিয়ে যাওয়ার ক্ষমতা দেয়। উৎসব আমাদের মনে করিয়ে দেয় যে যুদ্ধ যতই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক না কেন, শেষ পর্যন্ত ভালোরই জয় হয়। সকলের আনন্দ, সমৃদ্ধি এবং সকল প্রতিকূলতাকে সাহসের সাথে মোকাবেলা করার শক্তি কামনা করছি।
On this sacred occasion of Dussehra, let us celebrate the eternal victory of good over evil. May Lord Rama’s blessings empower us to conquer the evils within and around us, leading us to the path of righteousness and truth. The festival reminds us that no matter how challenging… pic.twitter.com/Ah7nHz5fEU
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) October 12, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us