ধর্ষককে নয়, নির্যাতিতাকেই দোষারোপ করেন মমতা ! ফের মমতা ব্যানার্জিকে তীব্র আক্রমণ করলেন অগ্নিমিত্রা পাল

কি বললেন অগ্নিমিত্রা পাল ?

author-image
Debjit Biswas
New Update
aaaaaaa

নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুর গণধর্ষণের প্রেক্ষিতে আজ ফের একবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন,''আমরা তদন্তের সততা নিয়ে কোনও প্রশ্ন তুলতে চাই না। আমরা চাই, সঠিকভাবে তদন্ত হোক। ধর্ষণ একজন করেছে না দুইজন করেছে সেটা বড় ব্যাপার নয়। আমরা এই বিষয়ে গভীরে যেতে চাই না।''

এরপর মমতা ব্যানার্জিকে আক্রমণ করে তিনি বলেন,''এই ১৪ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে আমরা এটাই দেখে এসেছি যে, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষককে নয়, সবসময় নির্যাতিতাকেই দোষারোপ করেন।"

agnimitraaak

বিজেপি নেত্রী তাঁর বক্তব্যে স্পষ্ট করে দেন যে, তাদের দল এই ঘটনায় দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছে।